দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর

|

বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে। চলতি বছর এটি দাঁড়িয়েছে ৭২ বছরে। অর্থনীতিবিদরা মনে করেন মানুষের এমন বয়সের গড় বাড়ার ইতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। নিয়মিত হারে বাড়ছে প্রবৃদ্ধি। এমনটি চলতে থাকলে দুই ডিজিটের প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত হবে বলেও মনে করেন তারা।

পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, ২০১৬ সালেও মানুষের গড় আয়ু যেখানে ছিলো ৭১.৬ বছর। এক বছরে তা বেড়ে দাঁড়ায় ৭২ বছর ৭ মাস ৬ দিন। এর আগে ২০১৫ সালে গড় আয়ু ছিল ৭০ বছর ৯ মাস। ২০১৪তে ৭০ বছর ৮ মাস, আর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৫ মাস।

পুরুষের চেয়ে নারী বেঁচে থাকে বেশিদিন। যেখানে পুরুষদের গড় আয়ু ৭০ বছর ৬ মাস, সেখানে একজন নারী বাঁচেন ৭৩.৫ বছর।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান গড় আয়ু বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখেন। তার মতে- দীর্ঘদিন কাজ করে যাওয়া, প্রবৃদ্ধি, স্বাস্থ্যসূচকে উন্নতি আর মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির প্রভাব অর্থনীতির ওপরই পড়ছে। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে- ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানের চেয়েও বেশি দিন বাঁচেন এ দেশের মানুষ। সারা বিশ্বের মধ্যে গড় আয়ুতে ১৫৬তম অবস্থানে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply