আদালতের নির্দেশে তৃণমূল বিএনপিকে দ্রুত নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, আদালতের আদেশ থাকায় তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আশ।
মো. আলমগীর বলেন, তৃণমূল বিএনপির ক্ষেত্রে আর যাচাইয়ের সুযোগ নেই। আবেদন করা অন্যান্য দলের বিষয়ে যাচাইবাছাই চলছে। নিয়ম মেনে কোনো রাজনৈতিক দল আবেদন করার পর মাঠে তা প্রমাণ পেলেই নিবন্ধন দেবে ইসি।
/এমএন
Leave a reply