রণক্ষেত্রে মাথায় গুলি লেগে প্রাণ হারিয়েছেন রাশিয়ার বহুল আলোচিত সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন ইগোর মাঙ্গুশেভ। বুধবার (৮ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ক্যাপ্টেন ইগোর মাঙ্গুশেভ স্ত্রীর অভিযোগ, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাঙ্গুশেভ। খবর বিবিসির।
রাশিয়ার দখলকৃত লুহানস্ক এলাকার অ্যান্টি-ড্রোন ইউনিটের নেতৃত্ব দিতেন ক্যাপ্টেন ইগোর মাঙ্গুশেভ। ২০১৪ সালে ইউক্রেনের বিরুদ্ধে হওয়া যুদ্ধে একটি ভাড়াটে সৈন্যদের দল গঠন করেন মাঙ্গুশেভ।
গত আগস্টে, একটি মাথার খুলি হাতে নিয়ে মঞ্চে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে রুশ ক্যাপ্টেন জানান, এটি আজভস্তালে প্রতিরোধ গড়ে তোলা এক ইউক্রেনীয় সৈন্যের খুলি।
মাঙ্গুশেভ বিশ্বাস করতেন, রুশ বিরোধী প্রোপাগাণ্ডা আর নাৎসিবাদের ধারণা ছড়াচ্ছে ইউক্রেন। সেটি থামাতে প্রয়োজনে কয়েক হাজার মানুষকে হত্যায় রাজি ছিলেন। তবে তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।
এসজেড/
Leave a reply