দুর্ভোগ পিছুই ছাড়ছে না সিরিয়ার। ভূমিকম্পের ভয়াবহতাই কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তার ওপর এখন আবার বন্যা। খবর রয়টার্স’র।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস প্রকাশ করে একটি ভিডিও। তাদের বক্তব্য অনুসারে, সীমান্তবর্তী শহর আল-তৌল ভেসে যাচ্ছে বন্যার পানিতে। ভূমিকম্পের পরদিন থেকেই হচ্ছে ভারি বৃষ্টিপাত। সাথে তীব্র ঠান্ডা আর তুষারপাত।
কম্পনের কারণে ফাটল ধরেছিল শহর রক্ষাকারী বাধে। টানা বর্ষণে ভেঙে পড়েছে বাকিটা। যার ফলে, নিচু এলাকার শহরটিতে দেখা দিয়েছে বন্যা। বিদ্রোহী অধ্যুষিত এলাকা হওয়ায় মিলছে না কোনো আন্তর্জাতিক সহায়তাও।
বৃহস্পতিবার জাতিসংঘের ছয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে সিরিয়া সীমান্তে। কঠোর নিরাপত্তায় সেসব বন্টন করা হবে।
/এনএএস
Leave a reply