ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি

|

মেঘনা নদী। ছবি : সংগৃহীত

ভোলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৪ জেলে আহত হয়েছেন। আহতরা হলেন, নাছিম মাঝি (৩৫), রুবেল মাঝি (৩০), ফজলুল হক মাঝি (৪০) ও নাজমুল হোসেন শান্ত মাঝি (৩০)। আহতদের সবাই তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের বাসিন্দা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী এলাকার এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফজলুল মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় জেলেরা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনী লঞ্চঘাটে ভিড়ে যাত্রীবাহী লঞ্চ ফারহান-৫। সেখানে যাত্রী ও মালামাল উঠানামার পর লঞ্চটি ঘুরানো হচ্ছিল। এসময় একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৪ জেলে নদীতে পড়ে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয় জেলেরা গিয়ে তাদের উদ্ধার করেন।

তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply