ভূমিকম্পে পুরোপুরি গুড়িয়ে গেছে ১৫২ বছরের প্রাচীন রোমান ক্যাথলিক চার্চ। তুরস্কের ইস্কেন্দেরুন শহরে এই ধর্মীয় স্থাপনাটির অবস্থান। তবে ভূমিকম্পের পর ঐতিহ্যবাহী এ স্থাপনাটি রীতিমতো মাটিতে মিশে গেছে। খবর ডেইলি সাবার।
গির্জার প্রতিনিধি জন সাদ্রেদি জানান, ভয়াবহ ভূমিকম্পে এই চার্চের যাজক এবং তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, দেখভালের দায়িত্বে থাকা কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীরাও মারা গেছেন সোমবারের ওই প্রাকৃতিক দুর্যোগে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থোডক্স ক্যাথলিক সেইন্ট নিকোলাস চার্চও। বহু বছর ধরেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো তুরস্কের ধর্মীয় সম্প্রীতির প্রতিনিধিত্ব করে আসছে। গির্জার চিহ্ন না থাকলেও মানবিকতাকে গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় স্থাপনাগুলোর কর্তৃপক্ষ। তারাও এগিয়ে গেছেন উদ্ধার কার্যক্রমে।
এসজেড/
Leave a reply