বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বরিশাল-রংপুর

|

ছবি: সংগৃহীত

বিপিএলে শুরু হচ্ছে প্লে অফের লড়াই। যেখানে এলিমিনেটর খেলতে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। বিপিএলের ফাইনালে যাবার শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই হবে বরিশাল ও রংপুরের মধ্যে।

মিরপুরে ম্যাচটি শুরু হবে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায়। এই ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। বাঁচা-মরার লড়াইয়ে দুই ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে বিদেশি ক্রিকেটার। এ লড়াইয়ে অবশ্য বরিশালের মূল ভরসা হবেন অলরাউন্ডাররা। সাকিব ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে দুর্দান্ত খেলা প্রিটোরিয়াসের সাথে আছেন আফগান করিম জানাত। এছাড়া দলের সাথে যোগ দিয়েছেন লঙ্কান তারকা ভানুকা রাজাপাকসেও। যদিও লিগ পর্বের দুই দেখাতেই বরিশালের বিপক্ষে হেরেছে রংপুর।

তবে এবার শক্তি বাড়িয়ে সাকিবদের মুখোমুখি হবে রাইডার্সরা। একঝাঁক বিদেশি খেলোয়াড় উড়িয়ে এনেছে রংপুর। মুজিব-উর-রহমান, দাসুন শানাকা হতে পারেন রংপুরের বাজির ঘোড়া। এছাড়াও, রনি তালুকদার, নাঈম শেখ ও নুরুল হাসান সোহানরাও রুয়েছেন দারুণ ছন্দে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply