য়্যুভেন্তাসের জয়ের রাতে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরি’আ তে জয়ের ধারা অব্যাহত রেখেছে য়্যুভেন্তাস। ঘরের মাঠে ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে তুরিনের ক্লাবটি। অন্যদিকে, জয়রথ ছুটছেই নাপোলির। ক্রেমোনেসেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল য়্যুভেন্তাস। বিশ্বকাপ জয়ী তারকা খেলোয়াড় আনহেল ডি মারিয়ার বাড়ানো বলে সহজ সুযোগ মিস করেন লেফটব্যাক কস্তিক। ম্যাচের ৩৪ মিনিটে য়্যুভেন্তাসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন ডি মারিয়া। পেনাল্টি এরিয়া থেকে ডি মারিয়ার ক্রস থেকে মাথা ছোঁয়ান রাবিওত। যদিও বলটি ঠেকিয়ে দিয়েছিলেন ফিওরেন্তিনো গোলরক্ষক। তবে, বলটি গোল লাইন অতিক্রম করায় রেফারি গোলের বাঁশি বাজান।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় য়্যুভেন্তাস। তবে অফসাইডের বাধায় কাটা পড়ে ভ্লাহোভিচের গোল। ম্যাচের অন্তিম মুহূর্তে ফিওরেন্তিনাও বল জালে জড়ায়। তবে, এই গোলটিও অফসাইডের বাধায় বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে য়্যুভেন্তাস। এই জয়ে ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে রয়েছে তুরিনের দলটি।

রাতের আরেক ম্যাচে স্তাদিও ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নাপোলি। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় নাপোলি। কিন্তু, ভারাৎস্কেলিয়া সহজ সুযোগটি মিস করেন। ম্যাচের ২১তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ভারাৎস্কেলিয়া। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোল আদায় করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ওসিমহেন। ক্রেমোনেসের গোলপোস্টের সামনে জটলার মধ্যে পা ছুঁয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ম্যাচের ৭৯ মিনিটে ডি লরেঞ্জোর পাস থেকে ম্যাচের শেষ ও দলের তৃতীয় গোলটি করেন এলমাস। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নেপোলি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply