স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাদ উপজেলা কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুর মা বাড়িতে সরিষার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
ইউএইচ/
Leave a reply