লিগে বছরের প্রথম জয় পেলো লিভারপুল

|

ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম জয়ের স্বাদ পেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ঘরের মাঠ এনফিল্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে একটি করে গোল করেছেন দলটির মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও ডাচ তারকা গাকপো।

এনফিল্ডে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। প্রথমার্ধে একাধিক আক্রমণের পর স্বাগতিকরা সালাহর সৌজন্যে প্রথম সফলতা পায়। ৩৭ তম মিনিটে নুনেজের মাপা ক্রসে পায়ের আলতো ছোঁয়ায় এভারটনের জালে বল পাঠান সালাহ। এর মধ্যে এনফিল্ডে শততম গোলের রেকর্ড গড়লেন এই মিশরীয় ফরোয়ার্ড।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া লিভারপুলকে বিরতির থেকে ফিরেই ফের গোল এনে দেন গাকপো। বাকিটা সময়েও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply