নিউইয়র্কে ট্রাকের চাপায় একজনকে হত্যা করলেন বেপরোয়া চালক। এতে আহত হয়েছে আরও ৮ জন। বর্তমানে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্রুকলিন এলাকায় এলোপাতাড়ি ট্রাক চালানো শুরু করে ঐ ব্যক্তি। এক পর্যায়ে ফুটপাতে তুলে দেয় ভারী যানটি। ট্র্যাফিক পুলিশ তাড়া করলে পালানোর সময় চাপা দেয় পথচারীদের। পরে বেপরোয়া চালককে আটকাতে সক্ষম হয় পুলিশ বিভাগ।
তদন্তের স্বার্থে অবশ্য অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ষাটোর্ধ ঐ ব্যক্তি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকাশ করা হবে প্রতিবেদন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছরের এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র।
এটিএম/
Leave a reply