‘চোরের ভিটা’ ও ‘চর কাউয়া’ এর মতো প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম পরিবর্তন করে রুচিশীল নামকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত নীতিমালা এরইমধ্যে জারি করা হয়েছে। ছয় মাসের মধ্যে প্রস্তাবিত নতুন নাম নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নামকরণের নীতিমালা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এদিকে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শ্রুতিকটু ও উচ্চারণ অযোগ্য ২০০ স্কুলের নামের তালিকা করা হয়েছে। এসব প্রাথমিক স্কুলের নাম স্থানীয় স্কুল কর্তৃপক্ষের প্রস্তাবিত নাম অনুযায়ী পরিবর্তন করা হবে।
প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব জানান, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতির সাথে মানানসই নাম দিতে হবে।
এছাড়া, বদলীতে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে অনলাইনে ৪ লাখ শিক্ষককে দ্রুততম সময়ে বদলী করা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। বললেন, স্কুল ফিডিং কার্যক্রম চালু হবে। এতে ঝরে পড়া রোধ করা হবে।
/এমএন
Leave a reply