বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল’র ফাইনালে উঠার লড়াইয়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। যেখানে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের অলিখিত সেমিফাইনালে আজ দুই দলের সামনেই রয়েছে ফাইনালে ওঠার হাতছানি।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ১২ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম দিনে সিলেট এবং রংপুরের ভাগ্যে ভিন্ন দুই ফলাফল ছিল। এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সোহানের দল। অন্য ম্যাচে সিলেট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
প্রথম দল হিসেবে সেদিনই ফাইনালে উঠেছে কুমিল্লা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপার জন্য লড়াই করছে দলটি। অন্যদিকে সিলেটের সামনে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার সুযোগ রয়েছে। দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রংপুরের সামনে।
বিপিএলের আট আসর শেষে সাফল্যের বিচারে সিলেটের চেয়ে এগিয়ে রংপুরই। দলটি ২০১৭ সালে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে জিতেছিল প্রথম শিরোপা। অবশ্য সে আসরে রংপুরের অধিনায়ক ছিল সিলেটের বর্তমান অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
অন্যদিকে সিলেট বরাবরই বিপিএলের সবচেয়ে দুর্বল দলের একটি। এবারের আসরে মাশরাফীর নেতৃত্বে চিত্র বদল হয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজির। প্রথমবারের মতো বিপিএলের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে দলটি।
দুই দলই এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। রংপুর-সিলেট দুই দলেরই দেশি ক্রিকেটাররা পারফর্ম করেছে টুর্নামেন্টজুড়ে। এর পাশাপাশি ফাইনালের লক্ষ্যে দুই দলই নামীদামি বিদেশি তারকা ক্রিকেটারকে এনেছে।
অলিখিত সেমিফাইনালের দিন চোখ থাকবে সিলেটের তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, জর্জ লিন্ডে-ইসুরু উদানাদের উপর। বিপরীতে পার্থক্য গড়ে দিতে পারে রংপুরের ডোয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, রনি তালুকদার, দাসুন শানাকারা।
/আরআইএম
Leave a reply