ভূমধ্যসাগরে নিহত হয়েছেন দেড় হাজারের বেশি অভিবাসনপ্রার্থী

|

চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের পথে প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি অভিবাসনপ্রার্থী। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা-আইওএম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, এদের মধ্যে ১১শ”র বেশি মানুষ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রাণ হারান। এছাড়া, স্পেনে প্রবেশের সময় ৩০৪ এবং গ্রিসে পাড়ি দেয়ার পথে ৮৯ অভিবাসন প্রত্যাশী নৌকাডুবিতে নিহত হন।

আইওএম’র দাবি, গত জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগরে রেকর্ড করা হয় তিন শতাধিক দুর্ঘটনা। যা গেলো দু’বছরের তুলনায় অনেক বেশি। মৃত্যু আর ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলতি বছর ইউরোপে ঢুকেছেন ৫৫ হাজার অভিবাসনপ্রার্থী। যা ২০১৭ সালের এই সময়ের তুলনায় কমেছে অর্ধেক।

সংস্থাটি বলছে, কট্টরপন্থি সরকারের কারণে ইতালিতে জায়গা পাচ্ছে না এসব অভিবাসনপ্রার্থী। সেকারণে বিকল্প হিসেবে স্পেনের দিকে ঝুঁকছে তারা। আর ইউরোপের বিভাজনের কারণে গ্রহণ করা যাচ্ছে না কার্যকরী কোন নীতিমালাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply