গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে পদত্যাগ করেন সীমিত ওভারের অধিনায়ক নিকোলাস পুরান। এবার সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে আলাদা অধিনায়ক নির্বাচিত হলেন। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন শাই হোপ এবং রভম্যান পাওয়েল হবেন টি-টোয়েন্টির অধিনায়ক।
হোপ ও পাওয়েল দু’জনেই পুরানের অধীনে সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তারা নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন।
চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব খেলতে গ্লোবাল কোয়ালিফায়ারে অংশ নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। যা জুন-জুলাইতে নির্ধারিত হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ ১৬ই মার্চ। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ।
/আরআইএম/এমএন
Leave a reply