আইএস প্রধান বাগদাদি মারা যাননি!

|

আইএস প্রধান আবু বকর আল বাগদাদি মারা যাননি। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে, তার নতুন অডিও বার্তা। ১১ মাসের নিরবতা ভেঙ্গে তিনি বক্তব্য রাখেন তার সমর্থক-অনুসারিদের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার, জঙ্গিদের বার্তা সংস্থা- আল ফুরকানে প্রকাশিত হয় ৪৬ মিনিটের এই বার্তা। সেখানে বাগদাদি সমর্থক ও অনুসারীদের ডাক দেন কাফিরদের প্রতিহত করার। বলেন, চূড়ান্ত বিজয়ের জন্য ধৈর্য্য ধরতে হবে। এসময়, জাপান ও যুক্তরাষ্ট্রের ওপর উত্তর কোরিয়া’র পারমানবিক হুমকি নিয়েও কথা বলেন, বাগদাদি। মার্কিন গোয়েন্দা সংস্থা অডিও বার্তাটিকে আসল বলেই মনে করছে। চলতি বছর আন্তর্জাতিক গণমাধ্যমে কয়েকবার আসে বাগদাদি’র মৃত্যুর খবর। রাশিয়া দাবি করে, ২৮ মে রাক্কায় বিমান হামলায় মারা গেছে আইএস প্রধান। তার মাথার দাম আড়াই কোটি ডলার রেখেছে পেন্টাগন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply