আবারও বন্দুক সহিংসতার ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মিসিসিপি অঙ্গরাজ্যের একটি শহরে অস্ত্রধারীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। নিহতদের মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রীও ছিলেন। খবর বিবিসির।
শুক্রবার মিসিসিপির ছোট একটি শহরের একাধিক স্থান থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো। সবগুলো হত্যাকাণ্ডে একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আটক করা হয়েছে ৫২ বছর বয়সী এক সন্দেহভাজনকে। তবে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জানা গেছে, এদিন স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি দোকানে ঢুকে একজনের ওপর গুলি চালায় বন্দুককারী। এরপর একটি বাড়িতে গিয়ে হামলা চালায় দু’জনের ওপর। এতে মৃত্যু হয় এক নারীর। আহত হন তার স্বামী। আরেকটি বাড়িতে হত্যা করা হয় দু’জনকে। কাছাকাছি রাস্তা ও গাড়ি থেকে উদ্ধার হয় আরও দু’টি মরদেহ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে গাড়িসহ আটক করা হয় সন্দেহভাজনকে। তার গায়ে ছিল সেনাবাহিনীর পোশাক। এই নিয়ে চলতি বছর ৭৩টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হলো যুক্তরাষ্ট্রে।
এসজেড/
Leave a reply