জন্মদিনের অনুষ্ঠানে ভুলে এসিড খেয়ে ২ শিশুর মৃত্যু

|

জন্মদিনের অনুষ্ঠানে ফলের রসের পরিবর্তে ভুল করে সালফিউরিক এসিড খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে এই দু:খজনক ঘটনা ঘটে।

স্থানীয় পত্রিকা জানায়, আরায়ন সিং তার বন্ধু তৃতীয় শ্রেণির ছাত্র সাহিল শংকরের (৯) জন্মদিন উদযাপন করছিলো, দুই বন্ধু ফলের জুস মনে করে ভুল করে এসিড খেয়ে ফেললে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানায়। সাহিলের বাবা একজন স্বর্ণকার, তিনি নিজের ব্যবসার কাজে পুরণো ফলের জুসের বোতলে এই এসিড সংরক্ষণ করেন।

পুলিশ জানায়, জন্মদিন উদযাপনের সময় ভুল করে প্রথমে আরায়ন এসিড খায় পরে সাহিলকে দেয়। কিন্তু দুই পরিবারের কেউ বিষয়টি খেয়াল করেনি সবাই তখন অন্যদের খাবার পরিবেশন করছিলো। পরে বাচ্চাদের অবস্থা গুরুতর হলে তারা কিছু হয়েছে বুঝতে পারে এবং হাসপাতালে নিয়ে যায় কিন্তু ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে।

আরায়ান পরিবার সাহিলের পরিবারও পারিবারিক বন্ধু। আরায়ান কে তার মা সাহিলের বাসায় দিয়ে যায়। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply