ঝিনাইদহে ২ কিলোমিটার সড়কজুড়ে ‘একুশের আল্পনা’

|

ঝিনাইদহ প্রতিনিধি:

একুশের চেতনাকে তুলে ধরতে ঝিনাইদহে ২ কিলোমিটার সড়কজুড়ে আল্পনা অঙ্কন করা হয়েছে। গত দুই দিন ধরে শহরের পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত রাস্তার দু’পাশে এ আল্পনা আঁকা হয়।

চারুদেশ প্রতিষ্ঠানের শিল্পী শাহীন জানান, একুশের চেতনাকে উদ্দীপ্ত করতে ঝিনাইদহে প্রায় দুই কিলোমিটার জুড়ে সড়কের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে আলপনা। রোববার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। সে সময় পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল উপস্থিত ছিলেন।

শিল্পী শফিক মাহমুদ জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও ঝিনাইদহ পৌরসভার পৃষ্ঠপোষকতায় ২ কিলোমিটার রাস্তার আল্পনার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আল্পনা অঙ্কন শিল্পী নিধির বিশ্বাস জানান, আলপনা অঙ্কনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তাদের একুশের চেতনা ছড়িয়ে দিতেই আজকের এ আয়োজন।

অঙ্কন শিল্পী জাহিদ হোসেন জানান, প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে অঙ্কন করা হয় লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণিল আল্পনা। তিনি আরও জানান, শিল্পদেশ স্বপ্নচারু ও চারুদেশ নামের দুই প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন শিল্পী আল্পনা এঁকেছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply