ঝিনাইদহে কলাগাছের শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের ৯৯ নম্বর এমসিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ মিনার নেই স্কুলটিতে। তবে শিক্ষার্থীদের প্রচেষ্টায় থেমে থাকেনি অমর অকুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। কলাগাছ, মাটি, রঙিন কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে, তাতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

জানা গেছে, স্কুলটি প্রতিষ্ঠা করা হয় ১৯৭২ সালে। তবে এখনো নির্মাণ হয়নি শহীদ মিনার। স্থানীয় যুবক ইয়াসিন আরাফাতের উদ্যোগে তৈরি করা হয়েছে এবারের শহীদ মিনার। শহীদদের প্রতি তাদের এমন শ্রদ্ধা নিবেদন দেখে খুশি স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নরেন্দ্রনাথ মণ্ডল বলেন, শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা প্রতি বছর শহীদদের সম্মান জানাতে পারে না। তবে এবার তারা নিজ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার বানিয়েছে। এতে শিক্ষক-এলাকাবাসী সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহীদ মিনার বানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এমন কাজকে সাধুবাদ জানাই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply