মডেল তারকা উরফি জাভেদের জীবনে ঘটে গেল সবচেয়ে খারাপ ঘটনা। দিল্লিতে অ্যাপ ক্যাবে করে যাচ্ছিলেন এয়ারপোর্টে। ৬ ঘণ্টার জন্য উবারে গাড়ি বুক করেছিলেন তিনি। মাঝ রাস্তায় খাবার খেতে নামেন। ফিরে এসে দেখেন, সব ব্যাগ, লাগেজ নিয়ে লাপাত্তা ক্যাব চালক। এরই মধ্যে এ ঘটনা তিনি জানান, তার এক ছেকে বন্ধুকে। তারপর হয় সমস্যার সমাধান। খবর আনন্দবাজারের।
টুইটারে এ ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন এই তারকা। তিনি লেখেন, আমার বন্ধুর কড়া কথা শুনে সেই চালক ১ ঘণ্টা পর ফিরে আসে। মদ্যপ ছিল সে। হাঁটতেই পারছিল না, টলতে টলতে মিথ্যা কথা বলল। সে নাকি লোকেশনেই অপেক্ষা করছিল। অথচ আমরা দেখেছি আমাদের অবস্থান থেকে এক ঘণ্টার দূরত্বে সে গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমি ফোন করে করে কিছু করতে পারিনি। আমার বন্ধুকে বলতে কাজ হলো।
উরফির এ অভিজ্ঞতার কথা জেনে অনেকেই তাদের দুর্ভোগের কথাও শেয়ার করেন কমেন্টে। এছাড়া সবাই সেই অভিযুক্ত চালকের সাজা দাবি করলেন।
এটিএম/
Leave a reply