চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষ; নিহত ৩

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. হাবিব বেপারী (২৪), মো. নেছার হাওলাদার (৪০), মো. মাহাবুব প্রধানিয়া (৫০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘোষের হাট এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক পার্ক করে চালক। এসময় মহামায়া থেকে আসা সিএনএনজি, ট্রাকটিকে ওভারটেক করছিলো। একই সময়ে উল্টোদিক থেকে চাঁদপুর থেকে আসা একটি বাস ট্রাকটিকে অতিক্রম করার সময়ই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দর রশিদ বলেন ট্রাক, বাস ও বিধ্বস্ত সিএনজি জব্দ করা হয়েছে। চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply