৮৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

|

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ৮৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এর আগে, ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্ল্যারি গ্রিমেট গড়েছিলেন সবচেয়ে বেশি বয়সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর অবস্থান দখল করার রেকর্ড।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের ২৬৭ রানের জয়ে ল্যাঙ্কাশায়ার পেসার জেমস অ্যান্ডারসন নেন ৫৪ রানের বিনিময়ে ৭টি উইকেট। আর, এর মাধ্যমেই ৪০ বছর বয়সে প্যাট কামিন্সকে হটিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন অ্যান্ডারসন। টেস্ট ক্যারিয়ারে ২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বোলিং গড় ২৬’র নিচে নামিয়ে আনলেন এই পেস কিংবদন্তি। ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনের সামনে এখন আছেন কেবল মুত্তিয়াহ মুরালিধরন ও শেন ওয়ার্ন।

৮৬৬ পয়েন্ট নিয়ে অ্যান্ডারসন শীর্ষে ওঠায় দুই ধাপ পিছিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্সের অবস্থান এখন তিনে। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৮৬৪। এর আগে এই তালিকায় ৬ বার শীর্ষস্থান দখল করেছিলেন অ্যান্ডারসন। সর্বপ্রথম ২০১৬ সালের মে মাসে ও সবশেষ ২০১৮ সালে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থান দখল করেন তিনি। সেটিও স্থায়ীত্ব পেয়েছিল ৫ মাস। ওই বছরের নভেম্বরে তাকে সরিয়ে ১ নম্বর টেস্ট বোলার হন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।

আরও পড়ুন: মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করতে হবে: হাথুরুসিংহে

/এম ই/ আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply