সাইক্লোন গ্যাব্রিয়ালের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনারের বাড়ি। মাউন্ট মঙ্গানুই টেস্টে অভিষেক শেষে নিজের শৈশবের সেই বাড়ির জন্য আবেগপ্রকাশ করেন তিনি। টেস্ট শেষে বিশেষ অনুমতি নিয়ে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলে হক’স বেতে অবস্থিত নিজ বাড়িতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে টিকনার বলেন, আমার বাবার তৈরি করা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ছোট বেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে ব্লেয়ার টিকনারের সেই বাড়িতে। সাইক্লোনের আঘাতে লণ্ডভন্ড হয়ে যাওয়ায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজের মাঝে তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে সেখানকার মানুষের কষ্ট ও নিজের অনুভূতি জানান ২৯ বছর বয়সী এই পেসার। বলেন, আমার কাছে ক্রিকেটই জীবন। কিন্তু এই মুহূর্তে মানুষকে যে পরিস্থিতি দিয়ে যেতে হচ্ছে তা অবর্ণনীয়।
টিকনার বলেন, সেখানে যেতে পারাটা ভালো হয়েছে। কারণ, অন্যদের পাশে দাঁড়াতে পেরেছি। নিঃসন্দেহে সম্পূর্ণ এলাকার জন্যই এটা বিভীষিকাময় একটা সময়। ঘরোয়া দল সেন্ট্রাল স্ট্যাগসও আমাদের সাহায্য করছে। খুব কঠিন সময় পার করতে হচ্ছে আমাদের। এখানেই আমি বেড়ে উঠেছি। ধ্বংস হয়ে যাওয়া এই এলাকা নিয়ে আমার পক্ষে কথা বলা খুব কঠিন। তবে সবাই সবাইকে সাধ্যমতো সাহায্য করছে।
আরও পড়ুন: ৮৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডারসন
/এম ই
Leave a reply