হাটহাজারীতে মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

|

চট্টগ্রাম ব্যুরো:

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ হোসেন চৌধুরী (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্দাকিনী গ্রামের ওই মুক্তিযোদ্ধার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ওই মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ঘটনার ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধার মেয়ে মাজেদা বেগম বুধবার বিকেলে হাটহাজারী থানায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার আসামি নাহিদা সুলতানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন, নাহিদা সুলতানার স্বামী লোকমান হাকিম এবং তার দুই ছেলে ইমরাজ সাকিব ও মিশকাত হাকিম৷ তারা সবাই পলাতক বলে জানিয়েছে পুলিশ৷

পুলিশ জানায়, মন্দাকিনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীর সঙ্গে তার প্রতিবেশী লোকমান হাকিমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে গত বুধবার সকালে লোকমান হাকিমের পরিবারের সদস্যরা আরও বেশ কয়েকজন দুর্বৃত্তকে নিয়ে মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন এবং তার জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে৷ পরে ফেসবুকে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা এবং থানা প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেন।

এ ঘটনার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি পেশ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা৷ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে। গ্রেফতার গৃহবধূ নাহিদা সুলতানাকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন৷ বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানান তিনি৷

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply