আমিরাতে শুধু নারী সদস্যদের নিয়ে নিরাপত্তা বাহিনীর এলিট ফোর্স

|

সংযুক্ত আরব আমিরাতে শুধু নারী সদস্যদের নিয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বাহিনীর এলিট ফোর্স, সোয়াট। যেখানে নারী সোয়াট সদস্যরা প্রশিক্ষিত হয়েছেন মেশিনগান-স্নাইপারের মতো অস্ত্র চালানোর পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযানের জন্যও। সম্পূর্ণ আলাদা অবকাঠামোতে চলে এসব প্রশিক্ষণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিকস, সোয়াট… বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর এই এলিট ফোর্স থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। পুরুষদের পাশাপাশি এবার শুধুমাত্র নারী সদস্যদের নিয়েই গঠিত হয়েছে একটি স্কোয়াড। বেশ কয়েক বছর ধরেই আরব আমিরাতের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোয়াট। এবার শুধু নারী সদস্যদের নিয়ে গঠিত এই এলিট ফোর্স যোগ করলো নতুন মাত্রা।

সোয়াট সদস্য শায়খা আলি বলেন, নারীরা এখন সমাজের সব পর্যায়ে কাজ করছে। তাহলে পুলিশের এলিট ফোর্সে কেন নয়। এ কারণেই আমি সোয়াটে যোগ দিয়েছি। যেকোনো প্রতিবন্ধকতা মোকাবেলায় সক্ষম আমি।

এলিট ফোর্স হওয়ায় প্রচলিত সব প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতাকেও জয় করতে হয় সোয়াট নারী দলের সদস্যদের। নারীদের উপযোগী করেই তৈরি করা হয়েছে পুরো পরিকল্পনা।

আরেক সোয়াট সদস্য আফরা আল নওমি বলেন, আমি ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই এই পেশায় এসেছি। সোয়াট সদস্য হিসেবে আমাকে স্নাইপার-মেশিনগান চালানো থেকে শুরু করে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেয়ার প্রশিক্ষণ নিতে হয়েছে। যেকোনো বিপদই আসুক না কেন, আমরা তা মোকাবেলা করতে সক্ষম।

আরেক সদস্য লতিফা আল সালমান বলেন, প্রথমে যখন বাড়িতে জানিয়েছিলাম, তখন সবাই বিরোধিতা করেছিল। কিন্তু কর্তৃপক্ষ এমনভাবে নারীদের সোয়াট টিম সাজিয়েছে যে, এটা আমাদের জন্য খুবই উপযোগী। পুরুষ সদস্যদের থেকে নারীদের সবকিছুই আলাদা।

গেল বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাতের নারী সোয়াট দল। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১ হলেও খুব শিগগিরই তা বাড়ানো হবে বলেও জানানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply