বাইডেনের পর এবার আকস্মিক ইউক্রেন সফরে স্পেনের প্রধানমন্ত্রী

|

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইউক্রেন সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মার্কিন প্রেসিডেন্টের সফরের মাত্র দুদিনের মাথায় দেশটিতে আকস্মিক সফরে গেলেন তিনি। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ট্রেন থেকে দেশটির রাজধানী কিয়েভে নামার একটি ভিডিও স্প্যানিশ ও ইউক্রেনীয় ভাষায় টুইট করেছেন সানচেজ। এতে তিনি লিখেছেন- যুদ্ধ শুরুর এক বছর পর আজ কিয়েভে এসেছি। ইউরোপে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা ইউক্রেন এবং এর জনগণের পাশে থাকব।

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। বর্ষপূর্তির ঠিক আগমুহূর্তে দেশটির প্রতি সমর্থন জানাতেই এ সফর করলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। সেপ্টেম্বরে দেশটির ১৫ শতাংশ ভূখণ্ড গণভোটের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে নেয়। ওই ভূখণ্ড ফিরে পেতে লড়াই করছেন ইউক্রেনের সেনারা। আর সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমারা। যুদ্ধের এক বছর পূর্ণ হলেও এখনো থামার কোনো ইঙ্গিত নেই। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি- এ যুদ্ধ আরও এক বছর চলবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply