পেরুতে মিললো প্রাক-ইনকা যুগের ৩০টি সমাধির সন্ধান

|

ছবি: সংগৃহীত

পেরুতে প্রাক-ইনকা যুগের ৩০টি সমাধি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির প্রত্নতাত্ত্বিক অধিদফতর নিশ্চিত করেছে এই তথ্য। খবর রয়টার্সের।

পেরুর রাজধানী লিমার উত্তরে হুয়ারাল উপত্যকার ম্যাকাটন পর্বতে পাওয়া গেছে ‘চানচায়’ সংস্কৃতির সমাধিগুলো। সমাধির ভেতর থেকে মানুষের দেহাবশেষ ও কিছু পাত্র উদ্ধার করে গবেষকরা। অনুসন্ধানের সাথে জড়িত প্রত্নতাত্ত্বিকদের ধারণা, মানব দেহাবশেষগুলো ১ হাজার থেকে ১৪৪০ খ্রিস্টাব্দের মধ্যকার। এবং, সমাধির মধ্যে পাওয়া তৈজসপত্রগুলো সম্ভবত দাফনের সময় দেয়া হয়েছিল। ‘চানচায়’ ছিল একটি প্রাক কলম্বিয়ান প্রত্নতাত্ত্বিক সভ্যতা; যা পেরুর উপকূলীয় উপত্যকায় গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ১০০০ শতকে।

প্রত্নতাত্ত্বিক দলের প্রধান ইউনিভার্সিটি অব সান মারকোস’র অধ্যাপক পিটার ভ্যান ডালেন বলেন, খুঁজে পাওয়া সমাধিগুলো ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের। একটি সমাধি কিছুটা বিশেষ। সেটা ৫ মিটার (১৬.৪ ফুট) গভীর; ভেতরের অংশের চারদিকে বিভিন্ন নকশায় সজ্জিত। জানতে পেরেছি, চানচায় সংস্কৃতির মান্যবর কোনো ব্যক্তির সমাধি ছিল সেটি।

আরও পড়ুন: ভিক্ষার ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ভিখারি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply