মরক্কোর তারকা ফুটবলার মেসি, নেইমার ও এমবাপ্পের সতীর্থ আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর সিএনএন‘র।
হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। ফ্রান্সের এক বিচারিক কর্মকর্তা জানিয়েছেন, প্যারিসে কৌঁসুলিদের অফিস এই তদন্ত শুরু করেছে। কী ঘটেছে ও অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানাননি সেই অফিশিয়াল।
তবে সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্যারিসে হাকিমি নিজের বাসায় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
পিএসজি এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হাকিমিও সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খোলেননি।
/এনএএস
Leave a reply