জাবালে নূরের রুট পারমিট বাতিল

|

জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল

রাজধানীর আলোচিত বাস সার্ভিস জাবালে নূর পরিবহনের ফিটনেস অনুমোদন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের লাইসেন্স বাতিলেরও প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিআরটিএ মুখপাত্র মাহাবুব ই রাব্বানী।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম নিহত হন। গুরুতর আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও ঘাতক চালকের বিচারের দাবিতে গত দু’দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়। এতে, যান চলাচল ব্যাহত হয়ে রাজধানীজুড়ে এক ধরনের স্থবিরতা নেমে আসে। মঙ্গলবার উত্তরায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, কয়েক জায়গায় পুলিশের সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘর্ষও হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply