থাইল্যান্ডে লক্ষ প্রদীপ জ্বালিয়ে গৌতম বুদ্ধের ‘মোক্ষদান’ দিবস উদযাপন

|

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে লক্ষ প্রদীপ জ্বালিয়ে গৌতম বুদ্ধের ‘মোক্ষদান’ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) রাতে মাঘী পূর্ণিমা উপলক্ষে এক লাখ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করে দেশটির পাথুম থানি মঠ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, গৌতম বুদ্ধের ‘মোক্ষদান’ দিবসকে স্মরণ করতে দিনটি পূজা-অর্চনার মাধ্যমে উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। করোনা মহামারির জন্য গত দুই বছর সীমিত ছিল আয়োজন। তবে এবার এশিয়ার বিভিন্ন মঠ থেকে ২ হাজার ভিক্ষু যোগ দিয়েছেন সেখানে।

এদিন তারা মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধর্মানুরাগীদের স্মরণ করিয়ে দেন বৌদ্ধের জীবন দর্শন এবং ত্যাগের মহিমা। বলা হয়ে থাকে, আড়াই হাজার বছর আগে ১২০০ ভিক্ষুকে এ দিনে দীক্ষা দিয়েছিলেন গৌতম বুদ্ধ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply