‘কয়েক দশক ধরেই রাশিয়ার সাথে ছায়াযুদ্ধের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র’

|

মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রায়ান বার্লটিক।

ইউক্রেনের বাখমুত অঞ্চলকে ঘিরে রাশিয়া-ইউক্রেনের লড়াই যখন তুঙ্গে; ঠিক সে সময়ই বোমা ফাটালেন সাবেক এক মার্কিন কর্মকর্তা। ব্রায়ান বার্লটিকের দাবি, গত কয়েক দশক ধরেই এমন একটা যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছিলো যুক্তরাষ্ট্র। যেখানে মস্কোর সাথে ওয়াশিংটনের ছায়াযুদ্ধটাই মূখ্য, বলির পাঠা হবে তৃতীয় কোনো দেশ। এমনকি, নর্ডস্ট্রিম পাইপলাইন ধ্বংসের ব্যাপারেও তার আঙ্গুল হোয়াইট হাউসের দিকেই। খবর এপির।

ইউক্রেনের একসময়কার সমৃদ্ধ শিল্পনগরী বাখমুতকে ঘিরে রুশ-ইউক্রেনীয় সেনাবহরের লড়াই তুঙ্গে। ক্রেমলিন বহু আগেই ঘোষণা দিয়েছিলো, দোনবাসে ঢোকার অন্যতম প্রবেশদ্বার তাদের দখলে। বারবারই সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে কিয়েভ। উল্টো- সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ প্রসঙ্গে বলেন, বাখমুতের ব্যাপারে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সবাইকে বলবো- ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহারে কোনো প্রশ্নই ওঠে না। বরং, ফ্রন্টলাইনে সামরিক শক্তি দ্বিগুণ করা হচ্ছে। দেশের সব প্রান্তে প্রতিরোধ গড়ে তুলেছি আমরা। মোক্ষম সময়ে প্রত্যেকটি গ্রাম, লোকালয়, শহর মুক্ত করা হবে।

এদিকে, এমন টানটান উত্তেজনার মধ্যেই রীতিমতো বোমা ফাটালেন মার্কিন নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তা। বর্তমানে ব্যাংককে বসবাসরত ব্রায়ান বার্লটিকের দাবি, রাশিয়ার সাথে বহু্বছর ধরেই ছায়াযুদ্ধের পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র।

মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রায়ান বার্লটিক বলেন, ইউক্রেনকে দাবার গুটি বানিয়ে মূলতঃ রাশিয়ার সাথে ছায়াযুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। কয়েক দশক ধরেই এ পরিকল্পনা আঁটছিল মার্কিন প্রশাসন। সে কারণেই, সমঝোতা ইস্যুতে উচ্চবাচ্য নেই কিয়েভের। কারণ, তাদের এ সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। বরং, ওয়াশিংটনের ইচ্ছা-উদ্যোগের ওপরই সব নির্ভরশীল। মস্কোকে বাণিজ্যিকভাবে পঙ্গু করতে, নর্ডস্ট্রিম পাইপলাইনে নাশকতার জন্যেও তিনি প্রচ্ছন্নভাবে ওয়াশিংটনকেই দায়ী করেছেন।

ব্রায়ান আরও বলেন, বছরের পর বছর ধরে জনসম্মুখেই নর্ডস্ট্রিম পাইপলাইন পরিকল্পনার সমালোচনা করে আসছে মার্কিন সরকার। তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি মিত্রদের ওপরও চাপ প্রয়োগ করেছে। তারা যখন দেখলো যে, যুদ্ধ বাঁধিয়েও এ উদ্যোগ থামানো যাচ্ছে না। তখন, নাশকতার পথ বেছে নিলো মরিয়া যুক্তরাষ্ট্র।

শুধু তিনি নন, মার্কিন প্রথিথযশা অনুসন্ধানী সাংবাদিক সেইমোর হার্শও তুলেছেন একই অভিযোগ। ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রবন্ধে তিনি লেখেন, বাল্টিক সাগরের তলদেশে নির্মিত নর্ডস্ট্রিম-ওয়ান ও টু তে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র ও নরওয়ে। কারণ, এরমাধ্যমে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে রাশিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply