গাড়ির ভাঙা কাচ পরিষ্কার করলো আন্দোলরত শিক্ষার্থীরাই!

|

গত ২৯ জুলাই জাবালে নূরের পরিবহনের একটি গাড়ির চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে সাত দফা দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ চলাকালীন বিভিন্ন রাস্তায় গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে ধানমণ্ডি ২৭ এ দেখা যায় পথচারীদের চলায় যাতে অসুবিধা না হয় তার জন্য রাস্তায় পড়ে থাকা ভাঙা কাচ পরিষ্কার করে শিক্ষার্থীরা। পুরো রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারা। এসময় অনেক পথচারী তাদের এ কাজের প্রশংসা করেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ফেসবুকে এই ছবি নিচের অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস। এতে দুইজন শিক্ষার্থী মারা যায়।

এরপর থেকে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply