আমি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি: তোফায়েল

|

রাজধানীর শাহবাগ থেকে বাংলামটর সড়কে একের পর এক গাড়ি থামিয়ে কাগজ পরীক্ষা করছিল শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি ঘিরে ধরে তারা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের এসব শিক্ষার্থীর দাবি, নিয়ম মেনে চলতে হবে সবাইকে। মন্ত্রীর কাছে তারা অভিযোগ জানায়, একটি গাড়ির কাগজ না থাকায় তারা আটক করেছিল। পুলিশকে বিষয়টি দেখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কাগজ পরীক্ষা না করে, টাকা খেয়ে পুলিশ গাড়িটি ছেড়ে দেয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। প্রশ্ন করে, ’বাংলাদেশের পুলিশের এ অবস্থা কেন?’

আন্দোলনকারীরা বাণিজ্যমন্ত্রীকে বলেন, স্যার আপনার গাড়িইবা এ পথে কেন? উত্তরে তোফায়েল আহমেদ জানান, ‘আমি উল্টোপথে চলি না। এখানে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমাদের জন্য গাড়ি থেকে নেমেছি। নাহলে উল্টোপথে আসতাম না।’ পরে নিজের গাড়িটি পেছনের দিকে চালিয়ে নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply