মাতৃদুগ্ধের অভাবে প্রতিবছর প্রায় ৮ কোটি শিশু মৃত্যুঝুঁকির মুখোমুখি হয়

|

প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি শিশু মৃত্যুঝুঁকির মুখোমুখি হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জন্মের পরপরই মাতৃদুগ্ধের অভাবে শিশুমৃত্যুর এই হার বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এজন্য সচেতনতার অভাবকে এর বড় কারণ হিসেবে দায়ী করা হয় এ প্রতিবেদনে।

এতে বলা হয়, সদ্যজাত শিশুদের মাতৃদুগ্ধ পানের হার প্রতি ৫ জনের মধ্যে মাত্র ২ জন। এর ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যায় ৩৩ শতাংশ। পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে সদ্যজাত শিশুর মাতৃদুগ্ধ পানের হার তুলনামূলক বেশি।

তবে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তা এক-তৃতীয়াংশেরও কম। প্রসূতি মায়েরা এ বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে যথাযথ সহায়তা পায় না বলেও জানানো হয় প্রতিবেদনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply