হবিগঞ্জে সমিতির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

|

হবিগঞ্জের বানিয়াচংয়ে সমিতির টাকা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েক মাস আগে উত্তর সাঙ্গর গ্রামে আব্দাল মিয়ার কাছে ১৯ লাখ ৪০ হাজার টাকায় ‘বন্ধন সমবায় সমিতি’ বিক্রি করে একই গ্রামের আব্দুল হেকিম। কিন্তু টাকা পরিশোধ করা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য দেখা দিলে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়।

সর্বশেষ প্রায় দেড় মাস আগে সালিশে ১৩ লাখ টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। ওই টাকা ৮ দিনের মধ্যে শোধ করার কথা ছিল। নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় বুধবার দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ আহত হয়ে অনেকে।

আহতদের হবিগঞ্জ সদর, সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ২২ জনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply