শ্বাসরুদ্ধকর অভিযানে স্পেন উপকূল থেকে উদ্ধার অর্ধশত অভিবাসনপ্রত্যাশী

|

স্পেন উপকূল থেকে শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় অর্ধশত অভিবাসনপ্রত্যাশীকে। মাঝসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছিল দলটি। খবর রয়টার্সের।

ক্যানারি দ্বীপ থেকে ১০০ মাইল দূরে একটি ডিঙিতে ভাসছিল তারা। টের পেয়ে উদ্ধার অভিযানে নামে স্প্যানিশ কোস্টডার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ছয় শিশু ও তিন গর্ভবতী নারীও রয়েছে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে স্প্যানিশ কর্মীরা। গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপের একটি বন্দরে পাঠানো হয়েছে তাদের।

এদিকে ইতালির উপকূলীয় এলাকায় বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে প্রায় ১৩শ’ মানুষ। ক্যালাবারিয়া অঞ্চলে তিনটি নৌকায় ভাসছে তারা। উদ্ধারে নেভির টহলদারি জাহাজের সহায়তা চেয়েছে ইতালির কোস্টগার্ড।

সম্প্রতি অঞ্চলটিতে নৌকাডুবে ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। চলতি বছর প্রথম দুই মাসে ক্যানারি দ্বীপ সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাগরপথ পাড়ি দিয়েছে প্রায় ২ হাজার মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply