বাস চলাচলে বাধা দেয়ায় চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

|


চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে সকল ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রাখা হয়েছে। আজ প্রথম দিনের মতো এ কর্মসূচী চলছে।

এদিকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেয়ায় চরম বিপাকে পড়েছে যাত্রী সাধারণ। দূরপাল্লাসহ অভন্ত্যরীণ সব রুটে যানবাহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে পারছে না তারা।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক এম জেনারেল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেস বাস পটুয়াখালী যাওয়ার পথে প্রায়ই ঝিনাইদহে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের বাধার মুখে পড়ে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল না করতে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সৃষ্ট এ বিরোধের সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply