আজও লাইসেন্স চেক করছে শিক্ষার্থীরা

|

বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদের ঘটনায় ৫ম দিনের মতো আজও সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা সড়কের চলা গাড়ির ড্রাইভারদের লাইসেন্স চেক করে। এরআগেও বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা লাইসেন্স চেক করেছিলো।

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার দৃশ্য দেখা গেছে। এসময় শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের ভুমিকাও দেখা যায়। তারা গাড়ির লাইসেন্সসহ চালকের ড্রাইভিং লাইসেন্স নিয়েও জিজ্ঞাসাবাদ করে। যাদের কাছে লাইসেন্স পাওয়া যাচ্ছে না তাদের গাড়ি রেকার করার জন্য পুলিশের কাছে তুলে দিচ্ছে তারা। এছাড়া গাড়ির চাবিও নিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা।

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস। এতে দুইজন শিক্ষার্থী মারা যায়।

এরপর থেকে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় ৫ম দিনের মতো রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply