হোয়াইটওয়াশ করার প্রত্যয়ে বাংলাদেশ; অভিষেকের অপেক্ষায় তানভীর

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মঙ্গলবার (১৪ মার্চ) তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টাইগারদের সামনে হাতছানি বাটলার বাহিনীকে ধবলধোলাই করার। শেষ ম্যাচে টাইগার দলে আসতে পারে একাধিক পরিবর্তন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দুপুর ৩টায়। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যা ইংলিশদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয় টাইগারদের।

দারুণ ছন্দে থাকা স্বাগতিক একাদশে শেষ ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। অভিষেক হতে পারে স্পিনার তানভীর ইসলামের। এছাড়াও একাদশে দেখা যেতে পারে পেসার রেজাউর রাজা ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে। অন্যদিকে, হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ইংলিশ শিবির। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে তারা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply