আগুন লাগার ঘটনা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান আমুর

|

ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলের নেতাদের সাথে আলোচনা সভা শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর আমলে এ রকম বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ আগুন লাগা, পুলিশ ফাঁড়ি লুট করার মতো ঘটনা ঘটতো। পরবর্তীতে তার পরিণাম কী দাঁড়িয়েছিল তা দেশের মানুষ অবগত। আগুন লাগার বিষয়টি সাধারণভাবে না দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

১৪ দলের সমন্বয়ক আরও বলেন, বিএনপি নির্বাচনের আগেই পরাজয় মেনে নিলে কিছু করার নেই। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসার বিকল্প নেই বলেন মন্তব্য করেন আমির হোসেন আমু।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply