নুরউদ্দিন অপুকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে স্থগিত

|

অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী নুরউদ্দিন আহমেদ অপুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ নুরউদ্দিন অপুর বিরুদ্ধে অর্থপাচারের মামলায় এই আদেশ দেন। পরে দুপুরে অপর মামলার বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারের অফিসে বিপুল অর্থ মজুতের অভিযোগ পায় র‍্যাব। পরে অভিযান চালিয়ে ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। মতিঝিল থানায় অপুসহ কয়েকজনের বিরুদ্ধে তখন দুইটি মামলা দায়ের করে র‍্যাব। ২০১৯ সালের ৪ জানুয়ারি গ্রেফতার করা হয় অপুকে। এ দুই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে হাইকোর্টে এসে জামিন চান অপু। গেলো বছরের ২ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অপুকে জামিন দেন হাইকোর্ট। আর অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় জামিন হয় ১৯ ফেব্রুয়ারি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply