আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারেই তানভীরের উইকেটপ্রাপ্তি

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর ম্যাচেই প্রথম ওভার করার দায়িত্ব পেলেন তানভীর ইসলাম। এই অর্থোডক্স স্পিনারের করা প্রথম বলেই ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানালেন ডাভিড মালান। যেন বলতে চাইলেন, আন্তর্জাতিক ক্রিকেটের পথটা মোটেও মসৃণ নয়। সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে ফিল্ট সল্টকে দিলেন স্ট্রাইক। আর নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্বাক্ষর রাখার জন্য মোটেও সময় নিলেন না তানভীর ইসলাম।

সবশেষ বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তানভীর। টি-টোয়েন্টির জাতীয় দলে নতুনের আবাহনের মাঝে তিনিও পেলেন সুযোগ। আর তৃতীয় ডেলিভারিতেই দেখিয়ে দিলেন নিজের কার্যকারিতা। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটিতে ছিল শট খেলার আহ্বান। ফিল সল্টও উচ্চাভিলাষী শটই খেলতে গেলেন। কিন্তু বল পিচ করেই নেয় সূক্ষ্ম টার্ন। ভারসাম্য হারিয়ে বলের নাগালই পাননি সল্ট। বল বেরিয়ে যায় তার ব্যাটের পাশ দিয়ে। বাকি কাজটুকু দারুণ দক্ষতা ও রিফ্লেক্স দিয়েই সাড়েন উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাস। স্ট্যাম্পড হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। আর, আন্তর্জাতিক ক্যারিয়ারে তানভীরের বয়স যখন কেবল ৩ বল, তখনই তার নামের পাশে যুক্ত হলো প্রথম উইকেট। এক হাত মুখের সামনে নিয়ে আরেক হাতে আউটের সংকেত, বিপিএলে তানভীরের সৌজন্যে যে উদযাপন দেখা গেছে বহুবার, আন্তর্জাতিক ক্রিকেটও এবার সাক্ষী হলো তার।

তবে, ইংলিশ অধিনায়ক জস বাটলারকে নিয়ে ডাভিড মালান দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। বাংলাদেশের দেয়া ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ইংলিশরা। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের রান ছিল ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০০ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৪২ বলে ৫৯ রান। অর্ধশতক পূরণ করেছেন মালান। বাটলারও আছেন অর্ধশতকের অপেক্ষায়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply