জিম্বাবুয়ের নির্বাচনে জয়ী এমারসন নানগাগওয়া

|

জিম্বাবুয়ের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন এমারসন নানগাগওয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

একযোগে ঘোষিত হয় ১০টি প্রদেশের ফলাফল। তাতে বলা হয়, সবমিলিয়ে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন জনপ্রিয় দল- জানু পি এফ’র প্রার্থী নানগাগওয়া। এর পরপরই, এক টুইট বার্তায় দেশের জনগণকে ধন্যবাদ জানান, ক্রোকোডাইল হিসেবে খ্যাত সাবেক এই সেনা কর্মকর্তা।

অন্যদিকে, তার প্রতিপক্ষ এমডিসি জোটের প্রার্থী নেলসন চামিসা’র ভাগ্যে জুটেছে ৪৪ দশমিক ৩ শতাংশ সমর্থন। অবশ্য, এই ফলাফল নিয়ে অভিযোগ তুলেছেন এমডিসি সমর্থকরা। কিছু কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবিও তুলেছেন তারা।

দেশটির চার দশকের ইতিহাসে এই প্রথমবার একনায়ক রবার্ট মুগাবে’র অংশগ্রহণ এবং প্রভাব ছাড়া অনুষ্ঠিত হলো নির্বাচন। সেকারণেই, একে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply