রাজবাড়ীতে ভোগান্তির আরেক নাম ‘রাস্তা’, বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে দুর্ভোগের আরেক নাম হাসপাতাল সড়ক। পৌরসভার বড় বাজারে প্রবেশের একমাত্র বিকল্প এ সড়কটি এখন খানাখন্দে পরিপূর্ণ। সংস্কারের অভাবে এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরপরও, চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে প্রতিদিন এ পথেই যাতায়াত করছেন স্থানীয়রা।

রাজবাড়ী জেলা শহরের হাসপাতাল সড়কের পুরোটা জুড়েই রয়েছে অসংখ্য খানা-খন্দ। কোথাও কোথাও চোখে পড়ে না পিচের অস্তিত্ব। পাবলিক হেলথ মোড় থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার হচ্ছে না। অথচ, জেলা শহরের ব্যস্ততম এ সড়কে রয়েছে সরকারি নানা দফতর, হাসপাতাল, স্কুল-কলেজসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে, প্রতিদিন গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও শিক্ষার্থীরা। এমনকি, যান চলাচলের অনুপযোগী এসব সড়কে প্রায়ই বিকল হচ্ছে গাড়ি, ঘটছে দুর্ঘটনা। তাতেও হতাহতের সংখ্যা নেহায়েত কম না।

এদিকে, বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন পৌর মেয়র। রাজবাড়ী পৌরসভা মেয়র আলমগীর শেখ তিতু বলেন,

প্রসঙ্গত, আসন্ন বর্ষার আগেই ব্যস্ত সড়কটি সংস্কার করে ভোগান্তির অবসান চান এ পথে চলাচলকারীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply