প্রথমবারের মতো মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

|

প্রথমবারের মতো ন্যাটো মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) মিগ- টোয়েন্টি নাইট অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড। খবর রয়টার্সের।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই কিয়েভকে চারটি যুদ্ধবিমান পাঠাবেন তারা। পরবর্তীরতে কয়েক দফায় আরও বেশ কয়েকটি মিগ টোয়েন্টি নাইন পাবেন ইউক্রেনীয় সেনারা। সব মিলিয়ে ১৪টি ওয়ারপ্লেন পাঠানোর ইঙ্গিত দিয়েছে দুদা প্রশাসন।

পোল্যান্ডের এ পদক্ষেপের পর ন্যাটো মিত্রদের কাছ থেকে আরও যুদ্ধবিমান সহায়তার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইউক্রেনকে আরও মিগ টোয়েন্টি নাইন পাঠানোর ইঙ্গিত দিয়েছে স্লোভাকিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply