মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টির হানা, খেলা শুরু হতে বিলম্ব

|

ছবি : সংগৃহীত

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। আগের ম্যাচেই গড়া নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড নতুন করে লেখালো স্বাগতিকরা। বাংলাদেশি ব্যাটার হিসেবে ৬০ বলে ১০০ রান করে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। তবে মুশফিক ঝড়ের পরই সিলেটে হানা দেয় বৃষ্টি। ফলে দ্বিতীয় ইনিংস শুরু হতে কিছুটা দেরি হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের আকাশে মাঝারি থেকে ভারি বৃষ্টি পড়ছিল। কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট। বৃষ্টি থামলে পুনরায় খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। আজকের ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর শেষ সময় ৯:৩৩ মিনিট। কারণ, রাত ১১:৫৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে খেলা।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান পাহাড় গড়ে টাইগাররা। এ ম্যাচে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরি ছাড়াও অর্ধশতক পেয়েছেন লিটন দাস (৭০ রান) ও নাজমুল হোসেন শান্ত (৭৩ রান)। এছাড়া ৪৯ রান করেন তাওহীদ হৃদয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply