‘শিক্ষার্থীদের আন্দোলনের চেতনা বুঝতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী’

|

আন্দোলন দীর্ঘায়িত হলে অনুপ্রবেশকারীরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাই শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সড়কের শৃঙ্খলা ফেরাতে আগামীকাল থেকে এক সপ্তাহ সারাদেশ ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের চেতনা বুঝতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসন ভবিষ্যতে সড়কে শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকবে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, যারা আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সড়কের নিরাপত্তার জন্য কাজ করার সুযোগ চেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহায়তা চান আছাদুজ্জামান মিয়া।

পুলিশ সর্বোচ্চ ধৈর্যশীলতা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যা কোনভাবেই হতে দেয়া হবে না।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply