আস্থা ভোটে উৎরে নতুন জোট সরকার গঠনের পথে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বা প্রচণ্ড। সোমবার (২০ মার্চ) পার্লামেন্টে হয় এই ভোটাভুটি। রয়টার্সের খবর।
২৭৫ আসনের পার্লামেন্টে পুষ্প কমল দহলের পক্ষে ভোট দেন ১৭২ আইনপ্রণেতা। অন্যদিকে, তার বিপক্ষে ছিলেন ৮৯ জন। বিরোধী কংগ্রেস পার্টিসহ ৯টি ছোট রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন প্রচণ্ড। তাদের নিয়েই নতুন জোট সরকার গঠনের পরিকল্পনা সাজানো হচ্ছে। চলতি সপ্তাহেই আসবে মন্ত্রিসভার ঘোষণা।
গত ৯ মার্চ, প্রেসিডেন্ট হিসেবে বিরোধী দলীয় প্রার্থীকে সমর্থন দেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পর সরকার ত্যাগ করে শরিক দলের তিন আইনপ্রণেতা। এর ফলে, টালমাটাল হয়ে যায় নেপালের সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যাচাইয়ে দেয়া হয় অনাস্থা প্রস্তাব। গেলো বছর ডিসেম্বরে তৃতীয়বারের মতো দেশটির সরকার প্রধান নির্বাচিত হন পুষ্প কমল দহল।
আরও পড়ুন: জাতিসংঘে উত্তর কোরিয়াকে ভর্ৎসনা যুক্তরাষ্ট্র ও মিত্রদের
/এম ই
Leave a reply