গুজবের কারণেই আওয়ামী লীগ কার্যালয়ে সাংঘর্ষিক পরিস্থিতি (ভিডিও)

|

গুজবের কারণেই আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলের দিকে রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর গুজব ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ কার্যালয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তাদের মধ্যে নারী শিক্ষার্থী আছে বলেও ছড়িয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। সৃষ্টি হয় সাংঘর্ষিক পরিস্থিতির।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের ধানমণ্ডির কার্যালয়ে নিয়ে আসেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দল আওয়ামী লীগে কার্যালয় ঘুরে দেখে কাউকে আটকে রাখার প্রমাণ পায়নি।

আওয়ামী লীগ কার্যালয় ঘুরে এসে ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী কাজী হাসিবুর রহমান তুর্য গণমাধ্যমকে বলেন, আমরা আওয়ামী লীগ কার্যালয় ঘুরে দেখেছি। সেখানে কোনো আন্দোকারীকে আটকে রাখা হয়নি।

পরে সন্ধ্যায় আরও ক’জন শিক্ষার্থীকে আওয়ামী লীগ কার্যালয় ঘুরিয়ে আনা হয়। তারা গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের কোনো ভাই বা বোনকে ভেতরে আটকে রাখার প্রমাণ পাইনি। এটি গুজব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।

যমুনা অনলাইন: টিএফ

https://www.facebook.com/JamunaTelevision/videos/1804755699620283/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply